খাগড়াছড়ির রামগড়ের পশ্চিম তৈচালা এলাকাতে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (৩ অক্টোবর) রাতে রামগড় উপজেলার পশ্চিম তৈচালায়।
অভিযোগে প্রকাশ, উপজেলার পশ্চিম তৈচালা এলাকাতে প্রায় ৫ বছর ধরে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন মোঃ নাজমুল হোসেন ও তার পরিবার। রবিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ১টা৪০ মিনিট এর সময় দিকে প্রতিপক্ষ রাজু পিতা মৃত আলাউদ্দিন সাং নুরপুর ৪ নং রামগড় ইউনিয়ন উপজেলা রামগড় জেলা খাগড়াছড়ি ২/মোঃ শামীম মৃত আলাউদ্দিন সাং ঐ ৩/আব্দুল্লাহ আল মুনতাসির পিতা +সাং ঐ ৪/কোরবান আলী পিতা অজ্ঞাত ৫/মোহাম্মদ সাগর পিতা মৃত আব্দুল কাদের ৬/নুরুল আফসার পিতা মোহাম্মদ ইলিয়াস ৭/মোহাম্মদ জাবেদ রায়হান পিতাঃ মোঃ নুরুল আফসার ৮/আমজাদ হোসেন পিতা মোহাম্মদ আলী ৯/মোহাম্মদ হাবিব পিতা মোঃ ওসমান ১০/মোহাম্মদ নুরুল আমিন পিতা মৃত মোস্তফা ১১/মোঃ দুলাল পিতা মৃত মাদু মিয়া ১২/মোহাম্মদ মুনা পিতা মৃত মিয়া ১৩/মোঃ ফরিদ উদ্দিন পিতা আব্দুস সালাম ১৪/মোহাম্মদ জাহাঙ্গীর পিতা সাব মিয়া ১৫/মোঃ আনোয়ার হোসেন পিতা সাবমিয়া ১৬/মোহাম্মদ মহিউদ্দিন রাব্বি পিতা জসীমউদ্দীন, এছাড়া আরো অজ্ঞাতনামা পাচ থেকে সাত জন লোক মিলে নাজমুল হোসেনের বসত বাড়ীর জলির বেরা কেটে প্রবেশ করে ঘরের দরজা কেটে খনড বিখনড করে। এসময় ডাকত দল ২৫০০ কেজি রড, ২২২ বসতা ফ্রেস সিমেন্ট, ৪৭কয়েল ওয়ারিং এর বিআর বি তার ও১৯ কয়েল ডিস এর তার, ১১ কয়েল সোলার তার, ৮ইনচি গোলাকার ২০ ফুট লম্বাা ৮৪টি পাইপ সহ বাড়ি নির্মাণ সামগ্রী নিয়ে যায়।
এবং ঘরের ভিতর থেকে চাউলের গোডাউন হতে ৪৯২ বসতা চাউল, ৬টা বিদেশী কম্বলও নিয়ে যায় এবং ঘরের ৩টা দরজা কেটে টুকরা করে । ১টি থাইে গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সন্ত্রাসীরা।
এসময় বাগান ও জায়গা জবর দখল করার অপচেষ্টাও চালায় তারা।
স্থানীয় এক বাসিন্দারা জানান, অন্যায়ভাবে নাজমুল হোসেনের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি।
ভুক্তভোগী নাজমুল জানান, যারা আমার বসত বাড়ীতে হামলা চালিয়েছে, আমি তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সু বিচার দাবি করছি ।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থার নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।।