ফরিদপুরের ভাঙ্গায় ৬০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার রাতে এক্সপ্রেসওয়ে ভাঙ্গা টোল প্লাজায় নিকট রয়েল পরিবহন নামের নাইট কোচে তল্লাশি চালিয়ে তাদের ২জনকে আটক সহ ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন ।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, ঝিনাইদাহ জেলার মহেশপুর থানার খোলাসপুর গ্রামের শাহজাহান মন্ডলের কন্যা মাহফুজা আক্তার (৩০) ও একই এলাকার মোঃ মহসিন আলমের পুত্র মোঃ তাম্মিম আলম(২৮)।
এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী রয়েল পরিবহনে তল্লাশি চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। এসময় এক মহিলা নিকট থেকে ৫০ বোতল ও আর এক যুবকের নিকট থেকে ১০ বোতল মোট ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করি। জিজ্ঞেসাবাদে তারা স্বীকার করে ঝিনাইদাহ থেকে ফেনসিডিল গুলো ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তাদের ২জনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে। (বুধবার) বিকেলে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত