ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

খুলনা ব্যুরোঃ
অক্টোবর ১০, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর  ইউনিয়নের ষষ্ঠিবর গ্রামে আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষক মোঃ মক্কেল জোয়ারদ্দার শেষ অবলম্বনটুকু।পুড়ে মারা গেছে ২ টি গরু। আয়ের একমাত্র অবলম্বন আগুনে পুড়ে ছাই হতে দেখে আগুনের মধ্যে ঝাপিয়ে পড়ি। তিনি বলেন,আমার চোখের সামনে আমার স্বপ্ন শেষ সম্বল পুড়ে যেতে দেখে উদ্ধার করতে গিয়ে আগুনে পুড়ে দগ্ধ হয়। পড়ে আমাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশীরা।

জানা যায়, পরিবারে স্বচ্ছলতা আনতে এনজিও থেকে ঋণ নিয়ে বাড়িতে গরুর খামার করেছিলেন কৃষক মোঃ মক্কেল জোয়ার্দার।তাঁর খামারে ৪ টি গরু লালন-পালন করতেন তিনি। গত ১০ অক্টোবর রাত ২ টার দিকে হঠাৎ মশার কয়েল থেকে তার গোয়ালে আগুন ধরে যায়। মুহুর্তে তার পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগা দেখে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে মারা যায় মোঃ মক্কেল জোয়ার্দারের ২ টি গরু। পরদিন বাড়ির পাশের মাঠে মৃত গরু দুইটি মাটিচাপা দেওয়া হয়।

ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ মক্কেল জোয়ার্দার বলেন, আগুনে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এনজিও থেকে ঋণ নিয়ে ছোট্ট খামার করেছিলাম। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন কি করব, কোথায় যাব। ঋণের টাকা কিভাবে পরিশোধ করব। আমার ফ্রিজিয়ান গাভিটির ১০ লিটার দুধ বিক্রি করার টাকা দিয়ে ঋণ পরিশোধ করে বাড়তি টাকা দিয়ে সংসার চালাতাম।আমার সব শেষ। আগুনে পুড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এখন আমি পথে বসে গেছি।

শৈলকুপা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মামুন বলেন,বিষয়টি আমি জানতামনা তবে বিষয়টি আমি শুনলাম মাত্র। আগুনে মোঃ মক্কেল জোয়ার্দারের অপুরণীয় ক্ষতি হয়েছে। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোন সহযোগিতা পেলে অবশ্যই তাকে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।