ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর উদ্যোগে ৩ দিন ব্যাপি বিনামূল্যে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বারটান।
আজ বৃহস্পতিবার (১০অক্টোবর) শৈলকুপা উপজেলা কৃষি আফিসের সহযোগিতায় বারটানের উদ্যোগে চাহিদার ভিত্তিতে বিনামূল্যে ৩ দিনের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। এই ৩ দিনের প্রশিক্ষণে ২ টি ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জন প্রশিক্ষণের ব্যবস্থা করে বারটান। ১ম ব্যাচের প্রশিক্ষণ শৈলকুপা উপজেলা কৃষি আফিসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় উপ সহকারী কৃষি কর্মকতা,শিক্ষক-শিক্ষিকা, এনজিও কর্মী, ইমাম ও অন্যান্যরা। এবং ২ ব্যাচের প্রশিক্ষণ উপজেলা প্রাণী সম্পদ প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এতে অংশ নেয় কৃষাণ-কৃষাণীরা।
বারটান এর উদ্যোগে ৩ ব্যাপি প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম.সিরাজুস সালেহীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন বারটান এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ইলোরা পারভীন ও সহকারী প্রশিক্ষক মোঃ শামিম মন্ডল।
বারটান এর উদ্যোগে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন,বরটান এর প্রশিক্ষক সহ মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য কর্মকতা। ৩ দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় খাদ্য,পুষ্টি ফলিত পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক মৌলিক ধরণা, পুষ্টি উপাদানসমূহের কাজ, উৎস ও প্রয়োজনীয় পরিমাণ, সুষম খাদ্য সম্পর্কিত ধারণা, পুষ্টি সম্মত উপায়ে খাদ্য প্রস্তুতকরণ ও রন্ধন পদ্ধতি, নিরাপদ খাদ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের ভূমিকা, পুষ্টি চাহিদা পূরণে প্রাণী সম্পদের ভূমিকা, অধিক পুষ্টিমান সমৃদ্ধ শাকসবজি ও ফলের চাষ, অপুষ্টিজনিত রোগ রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার, মাঠ পরিদর্শন, পরিবেশ ও স্বাস্থ্য উন্নয়নে বনজ ও ভেষজ গাছের ভূমিকা, শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সমস্যা ও প্রতিরোধ ও প্রতিকার, কিশোর কিশোরী, গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টি, নিরাপদ ফসল চাষ ব্যবস্থাপনা, জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা সম্পর্কিত ধারণা সহ আরো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়।
গত ৭ অক্টোবর বাংলাদেশ ফলিত ও পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর উদ্যোগে শৈলকুপা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সু- স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত স্কুল ক্যাম্পেইনে ১১০ জন শিক্ষার্থী অংশ নেয়।
বারটান এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ইলোরা পারভীন বলেন,খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাহিদার ভিত্তিতে বিনামূল্যে সারাদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে কৃষি মন্ত্রণালয়ভুক্ত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)।আগ্রহী ব্যক্তিরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে খাদ্য ও পুষ্টি বিষয়ে জানতে বারটান আয়োজিত প্রশিক্ষণে অংশ নিতে পারবেন বলে জনান।
বারটান এর সহকারী প্রশিক্ষক মো. শামীম মন্ডল বলেন,খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে জনগণের পুষ্টি স্তর উন্নয়নের লক্ষ্যে কাজ করে বারটান। পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বারটান কৃষক-কৃষাণী, বস্তিবাসী, বিদেশগামী শ্রমিক, গার্মেন্টস কর্মী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুরোহিত, ইমাম, স্থানীয় পর্যায়ের সমাজকর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণ ভালো সাড়া পাওয়ায় এবং ফেসবুক পেজ, ইমেইল ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এই বিষয়ে প্রশিক্ষণ নিতে আগ্রহ প্রকাশ করায় চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ সারা দেশে কর্মসূচি চালু করা হয়েছে। ০৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণ ভিত্তিক পুষ্টি সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করার পাশাপাশি, সুষম খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্য বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষকরা আরো বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, যার অন্যতম প্রধান লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সকল সবধরনের অপুষ্টি সমস্যার নিরসন করে ক্ষুধার অবসান ঘটানো। এই লক্ষ্য অর্জনে বড় একটি বাধা হচ্ছে পুষ্টি বিষয়ক জ্ঞানের অভাব। বারটান জনগণের পুষ্টি বিষয়ক জ্ঞানের স্তর উন্নয়নে গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার ও স্কুল ক্যাম্পেইন পরিচালনা করে যাচ্ছে। এই কার্যক্রম আরো একধাপ বিস্তৃতির লক্ষ্যে চাহিদার ভিত্তিতে সারা দেশে প্রশিক্ষণ চলমান।