সিরাজগঞ্জের তাড়াশে জামায়াতে ইসলামী নেতা কর্মীদের সমাবেশ ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ৩ নং সগুনা ও ৪ নং মাগুড় বিনোদ ইউনিয়নের জামায়াতে ইসলামীর আয়োজনে নাদোসৈয়দপুর জন কল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুড়া বিনোদ ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি ডা. মোশাররফ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকরী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার আমির মাওঃ শাহিনুর আলম,নাটোর জেলার আমির অধ্যাপক ড..মীর মোঃ নূরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শাখার নায়েব আমির মাওঃ আব্দুস সালাম,কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিঃ মো. মনোয়ার হোসেন (রঞ্জু)।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী তাড়াশ শাখার আমির খ.ম.সাকলাইন,গুরুদাসপুর শাখার আমির আব্দুল মালেক মোল্লাসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ।
পরে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।