দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার না করায় চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ হতে সীমারকান্দা গ্রামের চলাচলের প্রধান সড়কটি৷
স্থানীয় জনপ্রতিনিধিরা অনেক চেষ্টা করেও রাস্তাটি সংস্কার করতে পারেননি,অবশেষে গ্রামবাসী নিজেরাই এগিয়ে এলেন। স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেন ১২ টি গ্রামের প্রধান রাস্তাটি৷ শুক্রবার সকাল থেকে শুরু হয় কর্মযজ্ঞ। স্থানীয় বাসিন্দারা নিজেরাই কোদাল হাতে নিয়ে কাজে নেমে পড়েন। সঙ্গে ছিলেন এলাহাবাদ সমাজ সেবা সংগঠনের সেচ্ছাসেবীরাও। স্থানীয়রা জানান, গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তা এটি,দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। খানখন্দে ভরে গিয়েছিল সড়কটি। তাই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ আড়াই কিলোমিটার জায়গা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছি।
সেচ্চাশ্রম ও নিজ অর্থায়নে দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কার এর বিষয়ে জানতে চাইলে ডাঃ কামরুল হাসান মুন্সি বলেন : দীর্ঘ ৪-৫ বছরের বেহাল ও চলাচলের অনুপযোগী দেবিদ্বার উপজেলার সীমারকান্দা থেকে এলাহাবাদ বাজার পর্যন্ত রাস্তাটি, এলাহাবাদ সমাজসেবা সংগঠন এর উদ্যোগে সংস্কার ও মেরামত করা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার সকাল থেকে এ মেরামত কার্যকর্ম শুরু হয়।
উপজেলার গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দীর্ঘ ৫ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে, কোন রকম চলাচল করা গেলেও গত এক বছর ধরে বেহাল দশা। এমতাবস্থায় এলাহাবাদ সমাজ সেবা সংগঠনের সদস্য ও এলাকাবাসীসহ প্রবাসীদের অর্থায়নে তিন কিলোমিটার সড়ক মেরামত করা হয়েছে। ইট, কংকিট, বালি ও রোলার দিয়ে পরিপূর্ণ সংস্কার করা হয়েছে রাস্তাটি।
এ বিষয়ে আরো জানান মোঃ আদিল : সড়কটি এলাহাবাদ গ্রামবাসীর যোগাযোগের অন্যতম একটি রাস্তা। আজ শতাধিক সেচ্চাসেবীর কঠোর পরিশ্রমে রাস্তাটি সংস্কার সম্পন্ন হয়েছে। এ সময় সুজন,মোঃমিজান, মোঃ সিশির,মোঃ ইউনুস, মোঃমহসিন মোঃ রায়হান, মোঃ সজিব, সাকিব মুন্সি, রাসেল ও রাসেল আহম্মেদ, তুহিন, সেলিম সহ স্হানীয় গণ্য মান্য ব্যক্তিরাও।