ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে হবে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন: নিরাপত্তা জোরদার

এরফান হোছাইন:
অক্টোবর ১২, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জনের আয়োজন করা হচ্ছে কক্সবাজারে। এই বিশাল আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
শনিবার (১২ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “এবার জেলায় মোট ৩২১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিসর্জনের দিন শোভাযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”
সভা সূত্রে জানা যায়, বিসর্জনের দিন শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। পাশাপাশি, সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) উদয় শংকর পাল মিঠু বলেন, “আমরা আশা করি, সকলের সহযোগিতায় এবারের বিসর্জন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”
সভায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৯ ইসিবি কক্সবাজারের অধিনায়ক  লে: কর্ণেল তানভীর আহমেদ, পুলিশ সুপার মুহাম্মদ  রহমত উল্লাহ, সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার, জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।