ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নুর ইসলাম(৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামের মৃত হোসেন মাতুব্বরের পুত্র। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ভাঙ্গা পৌরসভার সামনে রাস্তা পার হওয়ার সময় শ্যামলী বাস তাকে ধাক্কা দিলে সে ঘটনা স্থল মারা যায়।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ খাইরুল আলম জানান, লোকটি সহজ সরল সাদামাটা মানুষ ছিল। রাত দেড়টার দিকে নুরইসলাম বাড়ি ফেরার সময় পথে সড়কে শ্যামলী বাস তাকে ধাক্কা দেয়। ঘটনা স্থলেই সে নিহত হয়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে পরিবহনকে সনাক্তের করছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।