ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইলিশ রক্ষায় অভিযান,শিবচরে পদ্মা নদী থেকে আটক ৫

রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ
অক্টোবর ১৩, ২০২৪ ৮:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মা ইলিশ সংরক্ষণে মাদারীপু‌রের শিবচর অংশের পদ্মা নদীতে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস কর্মকর্তা ও নৌ-পুলিশের টিম।এসময় ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, শনিবার (১২ অক্টোবর) রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ, আহরণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় প্রথম দিনে পদ্মার শিবচর অংশে অভিযান চালানো হয়েছে। অভিযানে ইলিশ মাছ ধরার অপরাধে ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া এসময় ৬ কেজি ইলিশ জব্দ, ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান,”প্রথম দিনে আমরা রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি।যাতে কেউ পদ্মা নদী থেকে নিষেধাজ্ঞার সময় মা ইলিশ ধরতে না পারে সেজন্য গতবারের চাইতে এবারের অভিযান আরও জোরালো করা হবে।”

প্রসঙ্গত, বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা করে আশ্বিন মাসের পূর্ণিমাকে সামনে রেখে শনিবার (১২ অক্টোবর) রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানো হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।