গাজীপুরের শ্রীপুরে ১৩ অক্টোবর ২০২৪ বিকেলে “ছাত্র জনতা ঐক্য জোট” এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান ২০২৪”। শ্রীপুরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সাবাহ্ গার্ডেনের মনোরম পরিবেশে এই আয়োজনে সমাজের বিভিন্ন স্তরে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবীদের এই মিলনমেলার মূল উদ্দেশ্য ছিলো তাদের স্বীকৃতি প্রদান এবং সমাজে তাদের ভূমিকার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা।
“চলো পাল্টাই” স্লোগানে পরিচালিত এই আয়োজনের মূল লক্ষ্য ছিলো স্বেচ্ছাসেবীদের সম্মানিত করা এবং তাদের অসামান্য অবদানের প্রতি জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করা। সমাজের বিভিন্ন স্তরে যেসব ব্যক্তি ও সংগঠন স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন এনে দিচ্ছেন, তাদের একত্রিত করে তাদের অবদানকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই উদ্যোগে ছাত্র, যুবক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠানে ছিলো বিভিন্ন মনোমুগ্ধকর খেলাধুলার প্রতিযোগিতা, যা অংশগ্রহণকারীদের জন্য এক আনন্দময় পরিবেশ তৈরি করে। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিলো প্রেরণাদায়ক বক্তৃতা, যেখানে সমাজের কল্যাণে কাজ করা বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করেন। এসব বক্তৃতা নতুন প্রজন্মের স্বেচ্ছাসেবীদের অনুপ্রাণিত করেছে এবং সমাজের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেছে।
এছাড়াও যারা দীর্ঘদিন ধরে যে সকল তরুণরা সমাজকল্যাণে অবদান রাখছেন, তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সম্মাননা স্বেচ্ছাসেবীদের কাজের প্রতি সমাজের স্বীকৃতি ও কৃতজ্ঞতার প্রতিফলন। এতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা তাদের কাজের মূল্যায়ন পেয়ে উৎসাহিত হয়েছেন এবং ভবিষ্যতে আরো বেশি সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার সংকল্প করেছেন।
“ছাত্র জনতা ঐক্য জোট” ইতিমধ্যে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নোয়াখালী, ফেনী এবং কুমিল্লার বন্যাকবলিত প্রায় ১৫০০ পরিবারকে ত্রাণ বিতরণ করে এই সংগঠন। এর আগেও তারা বিভিন্ন সংকটময় সময়ে সমাজের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষদের সাহায্য করেছে।
এই আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে “বর্ডার ট্রেড কমার্স” এবং “ডিজি টেক”। স্বেচ্ছাসেবীদের এ ধরনের আয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষকে স্বেচ্ছাসেবায় উৎসাহিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।