কক্সবাজের পেকুয়ায় আলোচিত নিহত স্কুল শিক্ষক আরিফ ঘটনায় পেকুয়ার ত্রাস সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রকাশ গরু জাহাঙ্গীর কে গ্রেফতার করছে র্যাব ।
গতকাল রাতে চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় বন্ধুর বাডি থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, মাএ ৪০ শতক মত জায়গা নিয়ে তাকে অপহরণ এবং পরবর্তীতে হত্যা করে নিহত আরিফ ও জাহাঙ্গীরের বাড়ির মাঝখানে একটি পরিত্যক্ত পুকুরে ইট দিয়ে বেঁধে বস্তাবন্দি করে আরিফের লাশ পানিতে পেলে দেয়।
র্যাব জানায়, এ ঘটনায় জাহাঙ্গীর সহ রুবেল নামে আরও একজনকে আটক করা হয়।
আটককৃত রুবেল প্রাথমিকভাবে অপহরণের ঘটনা শিকার করেন। অপহরণের আগের দিন রুবেল, জাহাঙ্গীর ও জাহাঙ্গীরের ভাই আজম ভারচুয়ালী কথা বলে অপহরণের পরিকল্পনা নেয়। ২৮ তারিখ রাতে পূর্বের পরিকল্পনা মত আরিফ কে অপহরণ করে। অপহরণ করে রুবেল মুক্তিপন আদায়ের জন্য আরিফের পরিবারের সাথে কথা বলত। এক পর্যায়ে আরিফকে জাহাঙ্গীরের টর্চার সেলে পাশবিক নির্যাতনের পরে তাকে হত্যা করে। রক্তের দাগ এবং আলামত জব্দ করা হয়েছে।
এছাড়া র্যাব সুত্রে জানা যায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে।