ঢাকাসোমবার , ১৪ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় একসঙ্গে ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জন্ম। দুশ্চিন্তায় দিনমজুর বাবা

Link Copied!

পটুয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা নামের এক নারী। মা ও সন্তানেরা সুস্থ আছেন। এদিকে তিন সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিনমজুর বাবা রবিউল ইসলাম। অনাগত সন্তানদের জন্য বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি। কিস্তি ও ধার দেনা করে স্ত্রীর অস্ত্রোপচারের করেছে বলে জানান তিনি।

গতকাল রবিবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে পটুয়াখালীর হেভেন কেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ফারজানা কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের কালাইয়্যা পাড়া গ্রামের মোটরসাইকেল চালক রবিউল ইসলামের স্ত্রী।

তিন সন্তান সহ মা সুস্থ আছেন বলে জানিয়েছেন প্রসূতির স্বামী রবিউল ইসলাম। ২০২০ সালের শেষের দিকে একই এলাকার তুলাতলী গ্রামের আলমগীর বিশ্বাসের মেয়ে ফারজানার সঙ্গে বিয়ে হয় তাঁর।

রবিউল বলেন, বিবাহের তিন বছর পর ফারজানা অন্তঃসত্ত্বা হলে মহিপুর কেয়ার মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাঃ অর্পিতা রায় আলট্রাসনোগ্রাম করেন। তখন তিনি জানতে পারেন গর্ভে তিনটি সন্তান রয়েছে।

পেটে তিন সন্তান রয়েছে জানতে পেরে ফারজানা চিন্তিত হয়ে পড়েছিলেন বলে জানান স্বামী রবিউল। তিনি বলেন রবিবার (১৩ অক্টোবর) রাতে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়। রাহাদ, ফাহাদ,ও ফারিয়া নামে তাদের নামকরণ করা হয়েছে। শিশুদের এনআইসিইউতে রাখা হয়েছে। তবে তিন সন্তান ও মা ভালো আছেন।

ডাঃ রুজিনা আক্তার বিথী জানান, গতকাল রাতে ফারজানা নামের এক প্রসূতির সিজারের মাধ্যমে একসঙ্গে যমজ তিন সন্তানের জন্ম দেন। দুটি ছেলে একটি মেয়ে, বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ আছে। ###

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।