মাদারীপুরের কালকিনিতে তিন নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার শহরের লন্ডন প্লাজা থেকে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে লোকজনকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত রুমাল উদ্ধার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার পাংগাশিয়া গ্রামের ডলি বেগম ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে বের হন।এসময় ৫-৬ জনের একটি ছিনতাইকারী চক্র তার পিছু নেয়। পথে তিনি একটি দোকানে ঢুকলে ছিনতাইকারীরা কৌশলে ডলি বেগমের ব্যাগ খুলে ৫০ হাজার টাকার বান্ডিলটি বের করতে গেলে তিনি ছিনতাইকারীদের হাতেনাতে ধরে ফেলেন।এক পর্যায়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে আশেপাশের লোকজন তাদের তিনজনকে ধরে ফেলেন।এসময় বাকি সদস্যরা পালিয়ে যায়।পরে পুলিশে খবর দিলে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃবিল্লাল হোসেনের নেতৃত্বে একটি টিম গিয়ে ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান,"খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তিন নারী ছিনতাইকারীকে আটক করে।এরা সবাই বেদে সম্প্রদায়ের। ছিনতাইকারী চক্রে আরো সদস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি দলে ভাগ হয়ে এরা উপজেলা শহরের বাজারসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করে বলে খবর পেয়েছি।আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।"
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত