সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) অর্থাৎ জরায়ুমূখে ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসুচি বাস্তবায়নের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অায়োজনে সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমার সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা কর্মকতা মো. মোসাব্বির হোসেন খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনিসুল হক, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমূখ।
বক্তারা বলেন, ইপিঅাই কার্যক্রমের অাওতায় জরায়ুমূখে ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসুচি উপজেলার প্রতিটি ইউনিয়নে- ওয়ার্ডে, স্কুল পর্যায়ে অাগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে। আর এ টিকার জন্য ১০ থেকে ১৪ বছর বয়সের মেয়েদের অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এ নিবন্ধন করা যাবে ২৩ অক্টোবর পর্যন্ত। সভাযর১০ থেকে ১৪ বছর বয়সের সকল মেয়েদের টিকাদান কর্মসুচির আওতায় আসার আহবান জানান বক্তরা।