খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্বার করেছে দীঘিনালা থানা পুলিশ। গতকাল রাতে নিজের ব্যক্তিগত কাজ শেষ করে বাসায় ফিরতে ছিলেন স্বর্ণকুমার ত্রিপুরা
এ সময় পিছন থেকে কারা তাকে গুলি করে ফেলে রাখে রাস্তার পাশে।
সকালে এলাকাবাসী লাশ দেখতে পেলে দীঘিনালা থানায় জানায়, এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটে দীঘিনালা উপজেলার জামতলী পোমাং পাড়া এলাকায় ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্বার করে নিয়ে আসেন। গুলিবিদ্ধ লাশ উদ্বার সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান, পাহাড়ের আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যা কান্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহতের লাশ উদ্বার করে নিয়ে আসা হয়েছে। তার শরীরে ৫ টি গুলির চিহ্ন রয়েছে। নিহতের বিষয়ে আইনীগত প্রক্রিয়া চলমান রয়েছে