ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায়  বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

খুলনা ব্যুরোঃ
অক্টোবর ১৫, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” -এ প্রতিপাদ্যেকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায়  বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শন,পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা জনস্বাস্থ্যে প্রকৌশলীর আয়োজনে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে হাত ধোয়া প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রকৌশলী মো. আসিফ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম.সিরাজুস সালেহীন,প্রাণী সম্পদ অফিসার ডাঃ মামুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আবুল হাসনাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকল্প কর্মকতা আব্দুল হেল আল মাসুম শৈলকুপা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসাইন সহ আরো অনেকে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, হাত ধোয়া একটি জনসচেতনতা তৈরি উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচার মূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।সেই সাথে শিশু ও  শিক্ষার্থীদের মাঝে এই অভ্যাস গড়ে তুললে পারলে সচনেতা আরো বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।