কুমিল্লার মেঘনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় যুবদল নেতার ছেলে। বুধবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামের শহিদুল্লাহ ভুইয়ার ছেলে দুলাল ভূঁইয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার যুবদল নেতা দুলালের ছেলে জাবেদ, জহির ও মাসুমের ছেলে মামুনসহ কয়েকজন মিলে পথরোধ করে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে চাপাতি দিয়ে মাথায় ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করে। বিষয়টি আমাদের এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন এলাকাবাসী ও আহতের ফুফাত ভাই হাবিবুল্লাহ।
আহত দুলাল ভূঁইয়াকে তার পরিবারের লোকজন গুরুতর অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে রোগীর অবস্থা অবনতির দিকে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ ঘটনায় ওই এলাকায় আতংক ছড়িয়ে পরে।
অনুসন্ধানে জানা গেছে, অটোরিকশা চালক দুলাল ভূঁইয়া আওয়ামীলীগ সমর্থনকারী ছিলেন, আর সেই কারনে তাকে একা পেয়ে পিটিয়ে কুপিয়ে জখম করে হয়।
এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল কালের প্রতিচ্ছবিকে বলেন, চালিভাঙ্গার ঘটনা লোকমুখে জানতে পেরেছি। বিষয়টি জানার পর আমি ফোর্স পাঠিয়েছি। এখনো কেউ অভিযোগ করতে আসেনি। যদি কেউ অভিযোগ করতে আসে তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।