খাগড়াছড়ির গুইমারা বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ, সিএনজি, মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশার অব্যবস্থাপনার কারনে বাজারের শৃঙ্খলা ভঙ্গ এবং অসহনীয় যানজটে জনভোগান্তি সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।
এধরনের যানজট এবং বিশৃঙ্খলতার কারণে নিয়মিত ঝামেলা এবং ছোটখাটো দূর্ঘটনা লেগেই থাকে।
বিশেষকরে খাগড়াছড়ি থেকে ঢাকা চট্টগ্রাম সড়কের দুপাশে গুইমারা বাজারের মূল প্রানকেন্দ্রের একপাশে পুলিশ বক্স, যাত্রী ছাউনি, উপজেলা প্রশাসনের কার্যালয়ে যাওয়ার রাস্তা, গুইমারা প্রেসক্লাব অপরপাশে নাজমা হোটেল, আরিয়ান সুইট্স কর্ণার, মৌবন, গুইমারা মেডিকেল সেন্টার, ডাচ্ বাংলা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় জনসাধারনের সেবাগ্রহণে বিঘ্ন ঘটছে।
তাই অতিদ্রুত অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ, সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশা স্ট্যান্ড একই স্থান থেকে সরিয়ে অন্য স্থানে স্থানান্তর করা গেলে বাজারের শৃঙ্খলা ফিরে আসবে এবং যানজটমুক্ত হবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি বাজার পরিচালনা কমিটি এবং উপজেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে বাজারের শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে উক্ত বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য বাজারের সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।
এসময় বাজার ব্যবসায়ীরা ফুটপাত ও যাত্রী ছাউনী দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, মোটরসাইকেল স্ট্যান্ড বটগাছের নিচে এবং সিএনজি স্ট্যান্ড কাশেম মার্কেটের সামনে সুবিশাল প্রশস্ত রাস্তার পাশে স্থানান্তর করার দাবি জানায়।