সিরাজগঞ্জর তাড়াশে কর্মস্থলে দুই চেয়ারম্যানের অনুপস্থিতিতে জন্ম ও মত্যু নিবন্ধন কার্যক্রম স্থবিরতা দেখা দেওয়ায় ক্ষমতা হারালেন অাওয়ামীলীগ সমর্থিত দুই ইউপি চেয়ারম্যান।
ক্ষমতা হারানাে দুই চেয়ারম্যান হলেন উপজলার দেশিগ্রাম ইউনিয়নের জ্ঞানেন্দ্রনাথ বসাক ও তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক।
গত ১৫ অক্টােবর তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই দুই চেয়ারম্যানের জন্ম ও মত্যু নিবন্ধন কার্যক্রম ক্ষমতা রহিত করেন। সেই সাথে উপজলা সমবায় কর্মকর্তা মােহাম্মদ আব্দুস সালাম জাকারিয়াকে তালম ইউনিয়ন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী জুয়েলকে দেশীগ্রাম ইউনিয়নের দায়িত্ব প্রদান করা হয় ।
এ ব্যাপারে উপজলা নির্বাহি কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা দ্রুততার সাথে প্রদানের লক্ষে স্থানীয় সরকার,পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রশাসন-১ শাখার ১৪ আগস্ট ২০২৪ তারিখের এক পত্রের আদেশ বলে উল্লিখিত কর্মকর্তাদের এ দায়িত্ব প্রদান করা হয়েছে।