ঝর্ণায় গোসল করতে গিয়ে মো: রাকিব হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে রিছাং ঝর্ণায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব খাগড়াছড়ি কলেজিয়েট স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র এবং খাগড়াছড়ি সদরের আনন্দ অফিস এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
জানা যায়, শুক্রবার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের পর্যটন এলাকায় রিছাং ঝর্ণায় ৪ বন্ধু একসাথে গোসল করতে গিয়ে ঝর্ণার উপরের গভীর খাদে লাফ দেয়। এসময় পানির ঘূর্ণিতে রাকিব পানিতে তলিয়ে যায়, যার ফলে তার মৃত্যু হয়।
খাগড়াছড়ির ফায়ার সার্ভিস নিহতের মৃতদেহ উদ্ধার করতে ব্যর্থ হলে পরে রাঙ্গামাটির ডুবুরি দল বিকাল সাড়ে ৫ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে। মাটিরাঙ্গা অফিসার মো: তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।