চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ারে হামলা করে সিকিউরিটি গার্ড আবুল হাসেমকে (৬৫) হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ অক্টোবর) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফালগুনকরায় রবি টাওয়ারে এই ঘটনা ঘটে।
নিহত আবুল হাসেম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার করোটি চকবাড়ি গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের মুখ, হাত-পা গামছা দিয়ে বাঁধা, নাক থেতলানো, পুরো মাথা গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে রবি টাওয়ার কোম্পানির ব্যাটারির স্তূপ দেখা যায়।
ধারণা করা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে চোর চক্রের হামলায় এই ঘটনা ঘটেছে।
ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাসান ছাড়াও হাফেজ সফি উল্লা সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করেন।
অপর সুপারভাইজার সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, নিহত আবুল হাসেম রবি টাওয়ারে গত ২০ বছর থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। দীর্ঘ বছর এখানে থাকার সুবাদে পৌরসভার ফাল্গুনকরা এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।