বরগুনার আমতলীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার মনিটরিং করেছেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। শনিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে বিভিন্ন বাজার ও কাঁচাবাজার মনিটরিং করেন।
এসময় কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় মূল্য তালিকা না থাকা,নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রয় করা,বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ইত্যাদি অপরাধে ছয়টি মামলায় ৪৮০০০/- অর্থদণ্ড দেয়া হয় ও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ সময় আমতলী থানার একটি টিম এবং যুব উন্নয়ন কর্মকর্তা অভিযানে সহায়তা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।