ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় পাঁচ তারকা চেইন হোটেল “আরসি ওশান ব্লিস’র শেয়ার মালিকানার উদ্বোধন

Link Copied!

রিয়েল ক্যাপিটা গ্রুপের “আরসি বে হোটেল এন্ড রিসোর্ট লিঃ”এর পরিচালনায় সাগরকন্যা কুয়াকাটায় আর্ন্তজাতিক মানের পাঁচ তারকা হোটেল “আরসি ওশান ব্লিস”এর শেয়ার মালিকানা প্রকল্পের উদ্বোধন হয়েছে।

গত শুক্রবার শেষ বিকালে কুয়াকাটা জিরোপয়েন্ট থেকে একটু পশ্চিম দিকে সৈকত পাড়ে মুক্তবাতাসে কুয়াকাটার সমুদ্র কেন্দ্রিক পর্যটন শিল্পের নতুন দিগন্তের উম্মোচন করে। রিয়েল ক্যাপিটা গ্রুপের চেয়ারম্যান মানজুর আহমেদ সোহান এবং ম্যানেজিং ডিরেক্টার এন্ড সিইও মোহাম্মদ আরিফুজ্জামানসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিত ছিলেন। এসময় সকল কর্মীবাহিনীর সাথে স্থানীয় মোটরসাইকেল শোভাযাত্রা র‌্যালী করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মানজুর আহমেদ সোহান “আরসি ওশান ব্লিস” সর্ম্পকে গ্রাহক এবং কর্মীদের মধ্যে গুরুত্ব তুলে ধরে বলেন, কুয়াকাটায় এ ধরনের আর্ন্তজাতিক মানের পাঁচ তারকা হোটেল বাংলাদেশের পর্যটনশিল্পকে বৈশ্বিক মঞ্চে উপস্থাপন করবে।

উক্ত অনুষ্ঠানে জানানো হয়, অক্টোবর ও গ্রুপের বর্ষর্পূতি নভেম্বর মাস জুড়ে এককালীন প্রতিটি শেয়ারে এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শত নিরানব্বই টাকা এবং মাসিক তিন হাজার নয়শত নিরানব্বই মাসিক কিস্তিতে হোটেলটির শেয়ার মালিকানার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

শেয়ার মালিকানায় হোটেলের গর্বিত মালিকানার পাশাপাশি নানা আকর্ষণীয় সুযোগসহ মেম্বারশীপ কার্ডের মাধ্যমে অভাবনীয় ছাড়সহ এয়ারর্পোটে লাউঞ্জ ব্যবহারের মত প্রথম কোন কোম্পানীর এ ধরনের মর্যাদার্পূণ সুবিধা বিদ্যমান।

কুয়াকাটার স্থানীয় প্রশাসনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বাংলাদেশের পর্যটন শিল্পে রিয়েল ক্যাপিটা গ্রুপের ট্যুরিজমে প্রবেশকে সাধুবাদ জানান এবং এভাবেই প্রাইভেট সেক্টরগুলো পর্যটনে সহায়ক হলে বাংলাদেশের সূর্যোদয় ও সূর্যাস্ত খ্যাত সাগরকন্যা কুয়াকাটার পর্যটন দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে বলে ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।