ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে সুদক্ষ দশের স্থানান্তর হলো ১৭ইষ্ট বেঙ্গল

রাঙামাটি প্রতিনিধিঃ
অক্টোবর ২১, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির নানিয়ারচরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিতিচি সভা আয়োজন করেছে সেনাবাহিনীর জোন।

সেনাবাহিনীর সুদক্ষ দশ ইউনিটের বিদায় ও ১৭ইষ্ট বেঙ্গলের দায়িত্ব গ্রহন উপলক্ষে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে নানিয়ারচর হার্টিকালচারে পরিচিতি পর্বে অংশগ্রহন করেন, দশ বীর অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী এবং নবাগত জোন অধিনায়ক তানভীর আহমেদ।

এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমাসহ নানিয়ারচর উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দশ বীর নানিয়ারচরে অনেক উন্নয়ন ও সেবামূলক কাজ করেছেন। অনেক অস্থিতিশীল পরিস্থিতিতেও নানিয়ারচরে আইনশৃঙ্খলা ছিলো স্বাভাবিক। বিশেষ করে সাপ্তাহিক হাট বন্ধ হয়ে ব্যবসায়ীদের মন্দাভাব এবং নানিয়ারচর জোনের উদ্যোগে হাট ব্যবস্থাপনা স্বাভাবিক হওয়ায় তাদের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন বক্তারা। এসময় সতেরো ইষ্ট বেঙ্গল নানিয়ারচরে পূর্বের ইউনিটের মতো সেবা প্রদান করার আশা ব্যক্ত করেন তারা।

বক্তব্যে সুদক্ষ দশ অধিনায়ক জানান, আপনাদের সহযোগীতায় আমরা এই এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে পেরেছি। আপনারা নতুন অধিনায়কের কাছে আপনাদের চাওয়া পাওয়া ব্যক্ত করবেন। তাকে আপনারা সহযোগীতা করবেন। নানিয়ারচর জোন আপনাদের পাশে থাকবে সবসময়।

নবাগত জোন অধিনায়ক এসময় বলেন, পাহাড়ে আমি এর আগেও দায়িত্ব পালন করেছি। আপনাদের কৃষ্টি কালচার ও এই প্রকৃতি আমাকে পাহাড়ে টানে। আমি চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকার। আমরা চাই পাহাড়ে শান্তি সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।