ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে কালকিনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

রকিবুজ্জামান,মাদারীপুর প্রতিনিধিঃ
অক্টোবর ২২, ২০২৪ ৭:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাদারীপুরের কালকিনি উপজেলার পালপাড়া ব্রীজের উপরে দীর্ঘদিন যাবৎ ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে কালকিনি বাজারের ফুটপাত দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।

পালপাড়া ব্রীজের উপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ বলেন,পৌরবাসীর দুর্ভোগ লাঘবে আমি কাজ করে যাচ্ছি।এটি তার একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে আমরা কালকিনির সকল স্থানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো।তাছাড়া পৌরসভার সকল খাল দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ অব্যাহত রাখার কাজও চলমান রয়েছে।আমরা সকলে মিলে পৌরসভাকে জনগনের বসবাসের উপযোগী করে তুলবো।এজন্য পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ অভিযানে সাংবাদিক,সুশীল সমাজ,ছাত্রজনতা সহ এলাকাবাসী সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানান ইউএনও উত্তম কুমার দাশ।

এ সময় স্থানীয় সাংবাদিক,ছাত্র জনতার প্রতিনিধি ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।