ঝিনাইদহের আরাপপুর চানপাড়ায় জমি বিক্রির জের ধরে এক ব্যক্তির উপর হামলা এবং তার দোকান থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। রবিবার (১৯ অক্টোবর) মো. আজহারুল করিম (৫৩) এ অভিযোগ করেন।
অভিযোগপত্রে তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তিনি বিবাদী শরিফুল ইসলাম (৫৯), তার পুত্র ভৌফিক (২৮) এবং স্ত্রী আন্না খাতুন (৪৫) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
আজহারুল জানান, তিনি তার বাড়ির পাশের জমি বিক্রির জন্য ৩৫,০০,০০০/- টাকা চাইলেও বিবাদীরা ৩২,০০,০০০/- টাকা দিতে রাজি হন। এর পর তারা ১০,০০,০০০/- টাকা বায়না দিয়ে জমি রেজিস্ট্রির প্রস্তাব করেন। তবে পরবর্তীতে তাদের মধ্যে পারস্পরিক আলোচনা চলাকালীন ৬,০০,০০০/- টাকা প্রদান করা হয় এবং বাকি টাকা নিয়ে বিবাদীদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ সেপ্টেম্বর বিবাদীরা জমি পাওয়ার করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। চাপ সৃষ্টির এক পর্যায়ে বিবাদীরা জমির মালিক মো. আজহারুল করিমকে লাঠি দিয়ে মারধর করেন এবং তার স্ত্রীকেও আক্রমণ করেন। এ সময়, বিবাদী তৌফিক মেয়েদের শ্লীলতাহানি ঘটান এবং দোকানে প্রবেশ করে জমি বিক্রয়ের জন্য গচ্ছিত ৬,০০,০০০/- টাকা নিয়ে যান।
আজহারুল বলেন, ভয়ভীতি দেখিয়ে বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করে। এরপর তিনি স্থানীয়দের সঙ্গে আলোচনা করলেও আপোষে সুরাহা হয়নি। শেষমেশ, তিনি থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে অভিযোগকারী বলেন,আমার বাড়ি সহ জমি বিক্রির জন্য শরিফুল ইসলামের আত্মীয়র সাথে ১০ লক্ষ টাকার বয়না দেওয়ার কথা ছিল কিন্তুু তারা ৬ লক্ষ টাকা দেয়। আমি বাকি টাকা চাইলে তাঁরা পরে দেওয়ার কথা বলে।এক পর্যায় তারা আমাকে জমি পাওয়ার করে দেওয়ার জন্য বাড়ির উপর এসে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে জখম করে আমার স্ত্রীকে লাঞ্ছিত করে আমার দোকানের ক্যাশ বাক্স থেকে জমি বিক্রির ৬ লক্ষ টাকা নিয়ে যায় আমি প্রশাসনের কাছে বিচার চাই।
এ ব্যাপারে অভিযোগযুক্তরা বলেন, আমারা জমি ক্রয় করছি আমাদের এক আত্মীয়র জন্য কিন্তু মারামারি ব্যাপার টা অন্য বিষয় নিয়ে।তাঁরা আমাদের কাছ থেকে ৬০ হাজার টাকা হাওলাত নিয়ে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলে এই বিষয়ে নিয়ে মূলত মারামারি ঘটনা ঘটে।
এ ব্যাপারে ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ বলেন, এবিষয়ে থানায় অভিযোগ হয়েছে কিনা আমি জানিনা।তবে এমন বিষয় ঘটে থাকলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।