ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও এক ড্রাইভার আহত হয়েছে। সোমবার রাত দশটার সময় ঢাকা- ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ভাঙ্গা উপজেলার বামনকান্দায় এক লোহা ব্যবসায়ী নিহত ও বিকেল সাড়ে চারটার দিকে পুকুরিয়া বাসস্ট্যান্ডে হোন্ডা চালক সহ পৃথক ঘটনায় দুই জন নিহত হয়েছে ।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোঃ আবু জাফর জানান, সোমবার (২১ অক্টোবর) পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করি। রাত দশটার দিকে এক্সপ্রেসওয়ে বাবনকান্দা বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা স্বাধীন পরিবহনকে একটি পিকআপে ধাক্কা দেয়। এ সময় পিকআপে থাকা লোহা ব্যবসায়ী মহিউদ্দিন খাঁন (৫৮) নিহত হয়। নিহতের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মোহাম্মদ আলী খাঁনের পুত্র।
অপরদিকে বিকেল সাড়ে চারটার সময় ভাঙ্গা- ফরিদপুর মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক আসাদুল মৃর্ধা(২০) নিহত হয়। নিহতের বাড়ি ভাঙ্গা উপজেলার ধর্মদী গ্রামের লায়েক মূর্ধার পুত্র।
এবিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই আব্দুল্লাহ কাফি জানান, ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক হোন্ডা চালক ও এক লোহা ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার বিকেলে
পুকুরিয়া ব্রীজের উত্তর পাশে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুন্ডা চালক নিহত হয়।
অপরদিকে, ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ে উপজেলার বামনকান্দা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি পরিবহনকে পিকআপে ধাক্কা দিয়, এসময় মহিউদ্দিন খাঁন নামের এক লোহা ব্যবসায়ী নিহত হয়। পৃথক সড়ক দুর্ঘটনায় ভাঙ্গা ও শিবচর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।