ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে পাওনা টাকা চাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা;আহত ১

মাদারীপুর প্রতিনিধিঃ
অক্টোবর ২৪, ২০২৪ ৩:২২ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুরের কালকিনিতে পাওনা টাকা চাওয়ায় মফিজুল হাওলাদার নামে এক ব্যবসায়ীর মুদি দোকানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এতে আঃ কুদ্দুস বেপারী নামে একজন আহত হন।তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার(২৩ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার সময় উপজেলা পরিষদের পিছনে ফুট ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী নিজে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

ভুক্তভোগী ও অভিযোগসূত্রে জানা যায়,কালকিনি উপজেলা পরিষদের পিছনে ফুট ব্রীজের কাছে মফিজুল হাওলাদারের মুদি দোকান হতে কৃষ্ণনগর এলাকার মৃত ফজর আলী সরদারের ছেলে তুহিন সরদার (৩৫) দীর্ঘদিন যাবৎ বাকিতে মালামাল কেনাকাটা করে আসছে। মফিজুল পাওনা টাকা চাইলে সে বিভিন্ন অযুহাতে তাকে ঘুরাতে থাকে। গতকাল বুধবার রাতে পাওনা টাকা চাইলে তুহিনের সাথে মফিজুলের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তুহিন চরঝাউতলা এলাকার অহেদ আলী বেপারীর ছেলে সাইদুল বেপারী (৩৫), হাসানুর বেপারী (৪০) সহ বেশ কয়েকজনকে নিয়ে মফিজুলের দোকানে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় দোকানের ক্যাশ বাক্সে থাকা আনুমানিক নগদ ৩৫ হাজার টাকা নিয়া যায় হামলাকারীরা।তাদের বাঁধা দিতে গেলে মফিজুলের বিয়াই আঃকুদ্দুস গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।