ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
অক্টোবর ২৪, ২০২৪ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) অর্থাৎ জরায়ুমূখে ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে ওই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মর্কতা (ইউএনও) সুইচিং মং মারমা। এ সময় ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন প্রদান করা হয়।
এইচপিভি টিকা প্রধান ক্যাম্পেইন অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা ৫০ শয়্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এরফান আহাম্মেদ , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য কর্মী আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মর্কতা (ইউএনও) সুইচিং মং মারমা বলেন , ইপিআই কার্যক্রমের আওতায় জরায়ুমূখে ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসুচি উপজেলার প্রতিটি ইউনিয়নে- ওয়ার্ডে, স্কুল পর্যায়ে এক যোগে শুরু হয়েছে। অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত ১০ থেকে ১৪ বছর বয়সের মেয়েরা এ টিকার নিতে পারবে। ১০ থেকে ১৪ বছর বয়সের সকল মেয়েদের টিকাদান কর্মসুচির আওতায় আসার আহবান জানান তিনি ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।