রাঙামাটির নানিয়ারচরে বিনামূল্যে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ৬৫জন কিশোরী পেলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা। “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমূখ ক্যান্সার রুখে দিন” প্রতিপাদ্যে মাস ব্যাপী এই টিকাদান কর্মসূচির উদ্ভোধন করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার নানিয়ারচর পুনর্বাসন সরকারী প্রাথমিক বিধ্যালয় সহ মোট ১০টি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ উদ্দিন বলেন, নানিয়ারচরে ১০টি প্রাথমিক বিদ্যালয়ে আজ এইচপিভি টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল স্কুল পর্যায়ে ও পাড়া মহল্লায় এই টিকা দেওয়া হবে।
তিনি আরো জানান, ৫ম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পাশাপাশি ১০ম থেকে ১৪বচর বয়সী নারীদের মাঝেও এইচপিভি টিকা প্রদান করবে। রেজিস্ট্রেশনের ভিত্তিতে উপজেলার প্রায়ই ১৯শত জনের মাঝে এই টিকা প্রদান করা হবে বলেও জানান এই চিকিৎসক।
উল্লেখ্য, জরায়ুমূখ ক্যান্সার প্রতিরোধে মাসব্যাপী বিনামূল্যে এইচপিভি টিকা প্রদানের উদ্দ্যোগ নিয়েছে সরকার। ২৪অক্টোবর ২০২৪ হতে আগামী ১মাস বিনামূল্যে চলবে এই টিকা কার্যক্রম।