ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এমপি কমলের বডিগার্ড খালেকুজ্জামান ওরফে খোকন গ্রেফতার

এরফান হোছাইন, কক্সবাজার ব্যুরো :
অক্টোবর ২৬, ২০২৪ ৪:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর ও হামলার ঘটনায় অভিযুক্ত খালেকুজ্জামান (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার বডিগার্ড হিসেবে পরিচিত ছিলেন।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব ও রামু থানা পুলিশের যৌথ অভিযানে রামু মন্ডলপাড়া এলাকা থেকে খালেকুজ্জামান ওরফে খোকনকে গ্রেফতার করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত খালেকুজ্জামান ২০১৮ সালের নির্বাচনী হিংসার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিএনপি নেতা মেরাজ চৌধুরী মাহিনের করা মামলায় তাকে আসামি করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, খালেকুজ্জামান আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার অনুসারী এবং তার বডিগার্ড হিসেবে কাজ করতেন। নির্বাচনের সময় তিনি এই নেতার নির্দেশে বিএনপির অফিসে হামলায় অংশ নিয়েছিলেন।
এই গ্রেফতারের পর স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা এই গ্রেফতারকে স্বাগত জানিয়েছেন এবং দাবি করেছেন যে, এই ঘটনা প্রমাণ করে যে, ২০১৮ সালের নির্বাচনী হিংসায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।