মেঘনা, ২৬ অক্টোবর: মেঘনা উপজেলার ফায়ার সার্ভিস টিম জনসচেতনতার লক্ষ্যে একটি মহড়া চালায়। তারা মেঘনা লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে বেছে নিয়ে সেখানকার কর্মীদের মৌখিক নির্দেশনা প্রদান করে এবং প্র্যাক্টিকাল প্রশিক্ষণ প্রদর্শন করে। মহড়ায় দেখানো হয়, কিভাবে আতংকিত না হয়ে দ্রুত এবং সঠিক উপায়ে আগুন নিভিয়ে ফেলা যায়।
প্রথমে ফায়ার সার্ভিস টিমের সদস্যরা মেঘনা লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো: আবু রায়হান এবং তার টিমের অন্যান্য কর্মীদের মৌখিকভাবে আগুন নির্বাপণ সম্পর্কে সচেতন করেন। এরপর জনসম্মুখে তারা কীভাবে ফায়ার এক্সটিংগুইশার ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নেভানো যায় তার একটি লাইভ ডেমোনস্ট্রেশন প্রদর্শন করেন।
মহড়ায় মো: আবু রায়হান এবং তার টিমের আরও দুই কর্মী সরাসরি অংশগ্রহণ করেন এবং আগুন নির্বাপণের প্র্যাক্টিকাল জ্ঞান অর্জন করেন। উপস্থিত জনগণও এই মহড়া থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন এবং ফায়ার সার্ভিস টিমের প্রশিক্ষণে উৎসাহিত হন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত