৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাঙামাটিতে যুবদলের আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক ও প্রাক্তন জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
এসময় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
বিশেষ বক্তা ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম।
এসময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউছুফ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল মামুন, শহর যুবদলের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অসহায় দরিদ্রদের জন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত