কুইক রেসপন্স টিমের সফর ছিল নওগাঁর আলোচিত বিষয়। সাংবাদিক থেকে শুরু করে প্রশাসনের সর্বত্রই ছড়িয়ে পড়ে বিএসসি টিমের তৎপরতার কথা। টিম সদস্যদের অবস্থানস্থল জেলা পরিষদের ডাকবাংলোয় সকাল থেকেই আসতে থাকেন একে একে। যমুনা টিভির সাংবাদিক শফিক ছোটন, জেলা প্রেসক্লাবের ছয় বারের সভাপতি চ্যানেল আইর সাংবাদিক কায়েস উদ্দিন ভাই, এনটিভির আসাদুজ্জামান জয় ভাইসহ সাংবাদিক বন্ধুরা। নির্যাতিত সাংবাদিক শহীদুল ইসলামের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন তারা, পাশে দাঁড়ালো জেলা প্রেসক্লাব। এরপরই হাজির হন বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল, ইউনিয়ন বিএনপির সেক্রেটারীসহ অন্যান্যরা। তারা শহিদুলের নিরাপদে এলাকায় ফেরার দায়িত্ব নিলেন। সন্ধায় বৈঠক হবে জেলার এডিশনাল এসপির সঙ্গে। অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে কথা হবে সেখানে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত