ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচর জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং

মেহেদী ইমামঃ
অক্টোবর ২৮, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে নানিয়ারচর সেনা জোন (১০ বীর)।  সোমবার সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় সাপমারা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরিদর্শন করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)। এসময় উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে শতাধিক শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধ রোগী বিনামূল্যে ঔষুধ এবং চিকিৎসা সেবা গ্রহন করে।

এবিষয়ে স্থানীয়রা জানান, সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা পেয়ে আমরা আনন্দিত। এদিকে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

সেনা সূত্রে জানা যায়, নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার এই চিকিৎসা সেবা প্রদান করেন। এতে ১৩০জন রোগী বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা লাভ করে।  জানতে চাইলে নানিয়ারচর জোন অধিনায়ক জানান, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকার অসহায় এবং হতদরিদ্র জণগনের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।