বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা সদরের উপর বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
নানিয়ারচর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বাবুল সর্র্দার বাবুর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
উপজেলা সদস্য সচিব মোহাম্মদ আলীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউছুপ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও পৌর যুবদল সভাপতি মো. সিরাজুল মোস্তফা, উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম, রনো বিকাশ চাকমা, যুগ্ম সম্পাদক মো. ইউনুছ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ মীর, মো. রিয়াজ উদ্দিন, মো. আবু জাফর, নুর আলম নিজামসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, তাতি দল, ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নুরুজ্জামান বলেন, বৃহৎ আকারে উপজেলা পর্যায়ে আমরা আজ যুবদলের প্রতিষ্ঠাবাষির্কী পালন করতে পারছি এর কৃতিত্ব আমার নয়। এই কৃতিত্ব আপনাদের। স্বৈরাচারী সরকারের আমলে আপনার ঐক্যবদ্ধ ছিলেন বলেই আজ আমরা বৃহৎ পরিসরে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। দেশের প্রয়োজনে দলের ডাকে সাড়া দিয়ে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এই আহ্বান জানাই। গত ১৭বছরে বিএনপিকে কেউ আলাদা করতে পারেনি। আর আগামীতেও কেউ আলাদা করতে পারবেনা।
তিনি আরো বলেন, বিএনপির নেতারা পালিয়ে যায় না। এটাই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি নেতারা দেশের মানুষের জন্য রাজনীতি করে।
বক্তব্যে আবু সাদাৎ বলেন, গত ১৭বছরে আমরা ফ্যাসিবাদী সরকারের অনেক জেল যুলুম নির্যাতন সহ্য করেছি। আমাদের হাজার হাজার নেতারা কারাবরণ করেছে। তবুও আওয়ামী লীগ আমাদের দমাতে পারেনি। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সেই লক্ষ নিয়েই সকল কে ঐক্যবদ্ধ আহ্বান জানান জেলা যুবদলের এই লড়াকু সৈনিক।