ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় এইচপিভি’ টিকা প্রদান কার্যক্রম শুরু

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় অনূর্ধ্ব ১৪ বছর বয়সী নারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য  জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ‘এইচপিভি’ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায়  খেপুপাড়া বালিকা বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: তানজিল আক্তার তিশা। বিশেষ অতিথি ছিলেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: তানজিল আক্তার তিশা জানিয়েছেন এই টিকা গ্রহণে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বিগত সময় সে নিজেও এই টিকা গ্রহণ করেছেন। তাই নির্বিঘ্নে নির্ভয়ে সবাইকে টিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সঙ্কোর প্রসাদ অধিকারী বলেন, এইপিভি টিকার পরিমাণ আপাতত ১০ হাজার ৬২০ টি যা নভেম্বর ২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে। আশাকরি শতভাগ এ টিকার কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হব।

এ টিকাদান কার্যক্রম সার্বিকভাবে সহযোগিতা করেছেন কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোঃ আনোয়ার হোসেন ও পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী মনিরা সুলতানা। ###

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।