সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ এর ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি তৈরি করেছে এক কুচক্র মহল। এ বিষয়ে তার নিজ এলাকা দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। যার জিডি নং-১৩৩, তাং-২৮/১০/২০২৪ইং।
মেহেদী হাসান রিয়াদ দৈনিক দিনকাল পত্রিকার ডিজিটাল বিভাগ এবং ভোরের জানালা’র সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) এর কেন্দ্রীয় প্রচার উপ-কমিটির সদস্য সচিব, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব এর তথ্য ও আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব দেবিদ্বার উপজেলা শাখার সদস্য সচিব এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি দেবিদ্বার উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।
জিডি সুত্রে জানা যায়, সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ এর পরিচিত বন্ধু-স্বজনদের মাধ্যমে জানতে পারেন- কে বা কাহারা তাঁর ব্যক্তিগত আইডির ছবি ও তথ্য নকল করে হবহু নতুন একটি আইডি তৈরি করেছে। তিনি ভবিষতের কথা চিন্তা করে তার ব্যবহৃত (মোঃ মেহেদী হাসান রিয়াদ) আইডি ব্যতিত অন্য কোনো আইডি থেকে অপরাধমূলক কর্মকান্ডের পোষ্ট দিলে তিনি যেন কোনো আইনি জটিলতায় না পরে তার কথা উল্লেখ করে দেবিদ্বার থানা পুলিশকে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
রিয়াদ জানান, ফেসবুকে তার একটি মাত্রই আইডি। কোনো এক কুচক্র মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে হবহু নকল করে আইডি খুলেছে। তিনি সকলকে তার আইডি (মোঃ মেহেদী হাসান রিয়াদ, যাহার লিংক – https://www.facebook.com/mhriead9) ব্যতিত অন্য কোনো আইডি থেকে সকলকে তথ্য দেওয়া ও নেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন।
এদিকে সাংবাদিকের নামে ফেসবুকে ফেইক আইডি খোলার ঘটনায় সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রশাসনকে উক্ত ফেইক আইডির ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ্ বলেন, সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ এই ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।