ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার ডিসি অফিসের এলও কর্মকর্তার কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ

এরফান হোছাইনঃ
অক্টোবর ৩০, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতির দাম দিতে হচ্ছে কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দেবতোষ চক্রবর্তীকে। আজ বুধবার (৩০ অক্টোবর) কক্সবাজার স্পেশাল জজ মুন্সী আবদুল মজিদ তার আড়াই কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, দেবতোষ চক্রবর্তী কর্মকালীন ঘুষ ও অবৈধ লেনদেনের মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন। দুদকের তদন্তে উঠে আসে, দুদকের তদন্ত শুরু হওয়ার পরপরই তিনি ব্যাংকে জমা অর্থ উত্তোলন করেছেন এবং তার সম্পত্তি বিক্রি করার চেষ্টা করেছেন।

দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমদ জানান, দেবতোষ চক্রবর্তী অগ্রণী ব্যাংকের লালদীঘি ইস্ট কর্পোরেট শাখা থেকে ৪৪ লাখ টাকা এবং গত ৩১ জুলাই আরও ৫ লাখ টাকা উত্তোলন করেছেন। তার মালিকানাধীন চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় অবস্থিত ২.৭০ কাঠা জমি ও ৬ তলা বিল্ডিংটি বিক্রি করার চেষ্টা চালাচ্ছিলেন। এই সন্দেহজনক লেনদেনের পরিপ্রেক্ষিতে দুদক আদালতে সম্পত্তি ক্রোকের আবেদন করে।

এই মামলায় দুদকের পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন দুদকের পিপি এডভোকেট সিরাজ উল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।