আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করছে পাহাড়ি আঞ্চলিক সংস্থা ইপিডিএফ।
খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে ।
খাগড়াছড়িতে যান চলাচল অনেকটাই কম, সকাল থেকে কোন বড় যানবাহন এই খাগড়াছড়ি সড়কে,
খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন।
নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। তারা ঘটনাস্থলে নিহত হয় বলে দাবি করেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ।
নিহতদের দোষীদের বিচারের দাবিতে এই কর্মসূচি ডাক দেয়
ইপিডিএফ