মাদারীপুরের কালকিনি ও ডাসারে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও যাত্রীবাহী মহেন্দ্র টলি ও মোটরসাইকেল দুর্ঘটনায় মোট দশজন আহত হয়েছেন।এদের ভিতরে গুরুতর চারজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।
জানা যায়,কালকিনি থেকে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ডাসার যাওয়ার পথে ভুরঘাটা-শশিকর সড়কের চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা হিন্দু বিয়ের আশীর্বাদে যাওয়া যাত্রীবাহী মাহেন্দ্র টলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী মাহেন্দ্র টলীর দুই মহিলা ও এক শিশু সহ সাত জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত চারজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে প্রায় একই সময়ে কালকিনি – ভুরঘাটা সড়কে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মহিলা সহ তিনজন আহত হয়েছেন। আহতদের দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।