সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিবাদ্য বিষয় নিয়ে জাতীয় পতাকা উত্তোলন শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে শৈলকুপায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলার সামনে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শৈলকুপা উপজেলার নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ,উপজেলা সমবায় অফিসার মো. মুজিবুর রহমান। উপজেলা পরষিদের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকতাসহ সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় অর্থনৈতিক কর্মকান্ডে সমৃদ্ধি আনে । সকলকে একতা শেখায়। এ ছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা তথা আর্থ সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ।
পরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে
৪ জন সফল সমবায় কর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা করা হয় ।