পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় রাখাইন পল্লীতে সংস্কার কাজের সময় দোকান ঘরের দেয়াল চাপা পড়ে কামাল মিস্ত্রি (৪০) ও আবু বকর (৪২) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় দেয়াল চাপায় মাথা থেতলে গিয়ে মগজ বের হয়ে যায়। স্বজনদের আহাজারি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪ নভেম্বর (সোমবার) দুপুর ১২ টার দিকে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটের উত্তর পাশে রাখাইন পল্লীতে মং উশে বাবুর সংস্কারকালে দোকান ঘরের শাটার খোলার সময় হঠাৎ দোকান ঘরের সামনের দেয়াল ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলেই কামাল ও আবু বকরের মৃত্যু হয়। এসময় শত শত লোক জড়ো হয়ে তাদের মৃত দেহ দেয়ালের নীচ থেকে বের করে আনে।
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ জানা সহ প্রাথমিক সুরাতহাল করেন।
মৃত কামালের বাবার নাম হাকিম আলী ও আবুবকর মিস্ত্রির বাবার নাম আব্দুর রহমান। গ্রামের বাড়ি কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের নবীনপুর গ্রামে।
এ বিষয়ে মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, প্রাথমিক সুরাতহাল শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। উর্ধতন কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। ###