ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ন্যায্য জ্বালানি রূপান্তরে ১৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

Link Copied!

ন্যায্য জ্বালানি রূপান্তরে ১৪ দফা নাগরিক দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় আন্দারমানিক নদীর তীরে হেলিপ্যাড মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। নাগরিক সংগঠন জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক (জেটনেট বিডি), পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, একশনএইড বাংলাদেশ এবং প্রান্তজন এর আয়োজন করে। এতে বিভন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়োরা বেগম, সদস্য মেজবাহউদ্দিন মান্নু প্রমুখ।
বক্তারা বলেন, দেশে জ্বালানি সুশাসন, সবুজ ও সাশ্রয়ী জ্বালানি, সবুজ কর্মসংস্থান, ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরে নারীদের অংশগ্রহন, জ্বালানি দক্ষতা, জ্বালানি সংরক্ষন, পরিবেশ ও জনপদের সুরক্ষার সহ ন্যায্য জ্বালানি রূপান্তরে ১৪ দফা দাবি জানান।
এ সময় কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাংবাদিক অমল মুখার্জী, মো. নাহিদুল হক, শুভ্রা চক্রবর্তী কল্যানী, মোসা.দুলালী এবং কবির তালুকদার উপস্থিত ছিলেন। ###

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।