ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বজ্রপাতে নিহত ১

দৈনিক কালের প্রতিচ্ছবি
নভেম্বর ৫, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া বিলবোর্ড, বৈদ্যুতিক তার ছিড়ে পড়েছে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে খাগড়াছড়িতে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এ সময় বাস টার্মিনালের মূল সড়কের উপর গাছ ভেঙে পড়ে।

এ কারণে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল। খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের গ্যারেজ শেডের ওপরেও একটি গাছ পড়ে। এতে কয়েকটি গাড়ি চাপা পড়ে। এ সময় বাবুল ত্রিপুরা (২৭) নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

এ ছাড়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে জেলার বিদ্যুৎ সঞ্চালন লাইনে ওপরেও গাছ ভেঙে পড়ে। এ কারণে জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্ধকারে রয়েছে খাগড়াছড়ি সদরসহ ৪ উপজেলা।

সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় ও বিদ্যুৎ সঞ্চালন লাইনে ভেঙে পড়া গাছ সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন বলে জানা গেছে।

মহালছড়ি উপজেলার খেয়াংসা পাড়ায় বজ্রপাতে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, যেসব স্থানে গাছ ভেঙে পড়েছে সেখানে অপসারণের কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।