ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসনের উদ্যোগে নানিয়ারচর জোন অধিনায়কের বিদায় ও বরণ অনুষ্ঠিত

মেহেদী ইমামঃ
নভেম্বর ৫, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

নানিয়ারচর উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে সুদক্ষ ১০অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি) এর বিদায় এবং ১৭ইষ্ট বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ সাদি (পিএসপি) এর বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ই নভেম্বর) নানিয়ারচর হার্টিকালচার সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার শাফকাত ভূইয়া (পিএসসি)।

দ্য চেঙ্গী চাইল্ড হোম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ১০বীর অধিনায়কের সাথে জেডএসও মেজর আবু বকর সিদ্দিক কে বিদায় ১৭ইষ্ট বেঙ্গল অধিনায়কের সাথে উপ অধিনায়ক মেজর মো. তানজিুর রহমান কে বরণ করে নেওয়া হয়।

এসময় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা শিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টও সরওয়ার কামালসহ শিক্ষক, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার শাফকাত বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সাম্প্রতিক সময়ে পাহাড়ে (রাঙামাটি ও খাগড়াছড়িতে) ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় এই এলাকায় সম্প্রীতি বিনষ্ট হয়েছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের আন্তরিকতায় সহিংসতার রেশ এই এলাকায় পড়েনি। উত্তপ্ত পাহাড়ে নানিয়ারচর ছিলো স্বস্তির জায়গা। এসময় নানিয়ারচর জোন ও উপজেলা প্রশাসন কে তাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এই সেনা কর্মকর্তা।

এর আগে প্রধান অতিথি, বিদায়ী জোন অধিনায়ক, নবাগত জোন অধিনায়ক ও সেনা অফিসারদের কে ফুল দিয়ে বরণ করে নেয় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসনের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।