ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটা ১ পোয়া মাছ বিক্রি সাড়ে ১০ হাজার টাকায়

Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটায় ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ১৪ কেজি ওজনের একটি সোনালী পোয়া মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সাথে তার জালে এ মাছটি আটকা পরে। আজ বুধবার (৬ নভেম্বর) সকালে কুয়াকাটার আরিয়ান ফিসে বিক্রির জন্য নিয়ে আসলে ডাকের মাধ্যমে ৭৫০ টাকা কেজি দরে সাড়ে ১০ হাজার টাকায় নিলামে আল-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেন।

ব্যবসায়ী কাদের পহলান জানান, এ মাছের সচারাচর দেখা মেলেনা। এটি সোনালি পোয়া নামেও পরিচিত। এ মাছটি নিলামে প্রায় ১০ হাজার টাকায় বিক্রি হয়। মাছটি পাওয়া জেলে ইলিয়াস মাঝি কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মূূলত ছোট্ট ট্রলার নিয়ে লাক্কা কোড়াল মাছ শিকার করে থাকেন। তার কোড়ালের জালে মাছ পাওয়ার পর জেলে মো. ইলিয়াস মাঝি বলেন, অবরোধ নিষেধাজ্ঞা কাটিয়ে আমরা সমুদ্রে মাছ ধরতে গেলে লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমি পাই। এত বড় মাছ সচারাচর পাওয়া যায় না। মাছটি পেয়ে আমি খুবই খুশি।

মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, পোয়া মাছটি ভাল দামে বিক্রির জন্য ডাকের মাধ্যমে কিনেছি। আশা করি এখানেই মাছটি বিক্রি হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে মাছটি লম্বু পোয়া বা সোনালি পোয়া নামে পরিচিত। এটি সাধারত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। ###

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।