ঝিনাইদহে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির আয়োজনে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে একটি বর্ণঢ্য র্যালি বের হয়। পরে সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে যেয়ে সমাবেশে পরিণত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন – জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদর রহমান পপপু, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ জেলা ছাত্রদল, যুবদল, মহিলাদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
তারা এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন ধরনের ছবি, প্ল্যাকার্ড, ব্যানার, ধানের শীষের ছড়া হাতে মিছিলে অংশগ্রহণ করেন।
বিএনপি নেতারা তাদের বক্তব্যে বলেন, নতুন স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের সঙ্গে বিএনপির বহু নেতা-কর্মী জীবণ দিয়েছেন, আহত হয়েছেন। এখন দেশ সংস্কার করতে হবে। এছাড়া তারা শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবি করেন।