ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার গণ সমাবেশ আগামীকাল সোমবার বিকাল ২ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মুফতি দেলোয়ার হোসাইন সাকী উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন মিডিয়া মুখপাত্র ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মাওলানা কাউছার আজিজী।
তিনি বলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে গণ-সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, ও চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম,
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক, মুহাম্মদ ইউসুফ মালিক।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার ছদর,ডাক্তার মোঃ আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক, মুহাম্মদ হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
গণ সমাবেশ সফল ও কার্যকর করতে ইতিমধ্যে সংগঠনটির নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।