ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় সাপুড়ের কাছ থেকে দাঁড়াশ ও পদ্ম গোখরা উদ্ধার

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় রোকনুজ্জামান নামে এক সাপুড়ের কাছ থেকে ৬ ফুট দৈর্ঘ্যর ১টি দাঁড়াশ ও ৩ ফুট দৈর্ঘ্যর ১টি পদ্ম গোখরা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাত ১০ টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বন বিভাগের সহায়তায় সাপ দু’টি উদ্ধার করে এনিমেল লাভারস অব কলাপাড়ার সদস্যরা। পরে ওই সাপুড়ে আর সাপ ধরবেনা মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এসময় এনিমেল লাভারস অব কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য মাসুদ হাসান, আফফান, বন বিভাগের বনকর্মী রাম প্রসাদ বিশ্বাস ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এনিমেল লাভারস অব কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান বলেন, ‘দু’টি সাপের মধ্যে দাঁড়াশ সাপটি নির্বিষ। এটি কৃষকদের ব্যাপক উপকারে আসে। আর পদ্ম গোখরা বিষধর সাপ। সাপ দু’টিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হবে।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।